বর্ষসেরা ক্রিকেটার হওয়ার লক্ষ্য মুশফিকের

By ক্রীড়া প্রতিবেদক
14 June 2021, 15:07 PM
UPDATED 14 June 2021, 21:40 PM

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। নিজের এই স্বীকৃতিকে দেশের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি আরও বড় লক্ষ্য অর্জনের প্রত্যাশা জানিয়েছেন এই অভিজ্ঞ তারকা- হতে চান ‘প্লেয়ার অব দ্য ইয়ার’।

সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রাভিন জয়াবিক্রমাকে পেছনে ফেলেছেন তিনি।

গত মে মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান মুশফিক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। তিন ম্যাচে যথাক্রমে ৮৪, ১২৫ ও ২৮ রানের ইনিংস খেলেন তিনি। এমন নৈপুণ্যের সুবাদে মুশফিক জায়গা করে নিয়েছিলেন মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায়। পরে আইসিসির ভোটিং একাডেমি ও ভক্তদের ভোটে জয়ী হয়েছেন তিনি।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত মুশফিক এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন আইসিসি ও তার ভক্তদের প্রতি, ‘প্রথমে আইসিসিকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনোনয়ন দেওয়ার জন্য, আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এই ক্যাটাগরিতে। আর স্পেশাল ধন্যবাদ তাদের, যারা আমাকে ভোট দিয়েছে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ। আমি মনে করি, এটা শুধু আমাকে না, আপনারা বাংলাদেশকে জিতিয়েছেন।’

কেবল মাসের সেরা হয়ে আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না মুশফিক। বর্ষসেরা হয়ে দেশের ক্রিকেটকে আরও বড় আনন্দের উপলক্ষ এনে দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি, ‘আমি আশা করছি, আমার ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে শুধু প্লেয়ার অব দ্য মান্থ না, আমি চেষ্টা করব যেন প্লেয়ার অব দ্য ইয়ার হতে পারি এবং বাংলাদেশের আরও অনেক জয়ের সাক্ষী হিসেবে আপনাদের জয় উপহার দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।’

আইসিসির পুরস্কার তাকে আরও উৎসাহ যোগাবে বলে মনে করছেন মুশফিক, ‘এরকম কিছু উপহার অবশ্যই অনুপ্রাণিত করবে সামনে আরও ভালো কিছু করার। আশা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।’