চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত হার কমে ১৬ শতাংশ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
19 June 2021, 05:39 AM
UPDATED 19 June 2021, 11:42 AM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন তিন জন।

আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮০টি নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৬ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৮৪৫ জনে দাঁড়াল।

এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করে ২২২ জন রোগী শনাক্ত করা হয়। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ২৮ শতাংশ। চার জনের মৃত্যু হয়।