কদমতলী থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার

By স্টার অনলাইন রিপোর্ট
19 June 2021, 07:22 AM
UPDATED 19 June 2021, 13:35 PM

রাজধানীর কদমতলী এলাকা থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কবীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে কদমতলীর মুরাদপুর বাঙ্গালপাড়ার একটি বাসা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। আমরা জানতে পেরেছি তারা সম্পর্কে বাবা, মা ও মেয়ে। এরা হলেন— মাসুদ রানা (৪৫), তার স্ত্রী জ্যোৎস্না (৪০) ও তার মেয়ে জান্নাত (১৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।

কবীর হোসেন আরও বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত ব্যক্তির বড় মেয়ে মেহজাবিন মুনকে আটক করা হয়েছে। তিন জনের মরদেহের পাশেই মুনের স্বামী শফিকুল ইসলাম (৩০) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মারজান তাবাসসুমকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরও হত্যার উদ্দেশ্যে বিষ জাতীয় কোনো উপাদান খাওয়ানো হয়েছিল বলে আমরা ধারণা করছি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ডেইলি স্টারকে বলেন, আমরা কদমতলীর বাগানবাড়ি এলাকায় থাকি। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে আমার স্ত্রী বাঙ্গালপাড়ায় শ্বশুর বাড়িতে যেতে চায়। আমার স্ত্রী রাতে সবাইকে খেতে দেয়। তারপর আর কিছু বলতে পারবো না। জ্ঞান ফেরার পরে দেখি আমি হাসপাতালে।