হোমনা থেকে ওমান ফেরত যুবক ‘নিখোঁজ’

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
20 June 2021, 13:47 PM
UPDATED 20 June 2021, 19:54 PM

কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া এলাকা থেকে ওমান ফেরত এক যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জামাল ইসলাম (২৭) নামের ওই যুবকের স্ত্রী হালিমা লিলি এ বিষয়ে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে লিলি উল্লেখ করেন, গত শুক্রবার সকাল আটটার দিকে জামাল ইসলাম প্রতিদিনের মতো ঘাড়মোড়া বাজারে তার ছোট ভগ্নিপতির দোকানে যান। সন্ধ্যায় ইমোতে লিলির সঙ্গে কথা হয়। এর পর থেকে জামালের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তার দুটি মোবাইল ফোনও বন্ধ আছে।

অবশ্য লিলি দ্য ডেইলি স্টারকে বলেন, জামাল সন্ধ্যার দিকে তার বোনের বাড়ি নিলখিতে যাওয়ার জন্য লালবাগগামী একটি অটোরিকশায় চড়েছিলেন। মাঝে ওই অটোরিকশার কয়েক জন যাত্রী তার কলার চেপে ধরে একটি মাইক্রোবাসে ওঠায়।

লিলি জানান, অটোরিকশার কিশোর চালক তাকে এই তথ্য দিয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কয়েস আখন্দ বলেন, ‘আমরা ওই সময় ধরে আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। নিখোঁজ জামাল ইসলামের সহযাত্রীদের সনাক্ত করার চেষ্টা করছি।’

পরিবারের সদস্যরা বলছেন, জামাল ইসলাম দীর্ঘদিন ওমানে ছিলেন। ২০১৯ সালে তিনি দেশে ফিরে আসেন। ২০১৬ সালে লিলির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১৭ মাস বয়সের একটি শিশুকন্যা আছে।