খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ৬ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

শনাক্তের হার ২৫.০৭ শতাংশ
By নিজস্ব সংবাদদাতা, খুলনা
21 June 2021, 04:50 AM
UPDATED 21 June 2021, 10:51 AM

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনা পজিটিভি ছিলেন এবং এক জনের করোনার উপসর্গ ছিল। এছাড়া একটি বেসরকারি হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি দু’জনের করোনা উপসর্গ ছিল।

একই সময়ে খুমেকের পিসিআর ল্যাবে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ২৫.০৭ শতাংশ।

আজ সোমবার সকাল আটটায় খুমেকের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। বাকি একজনের করোনা উপসর্গ ছিল। তবে, তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে রেড জোনে ১০২, ইয়েলো জোনে ২০ জন, এইচডিইউ ১৯ জন এবং আইসিইউতে ২০ জন আছেন।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন বলে জানান ডা. সুহাস রঞ্জন হালদার।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর ল্যাবে ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৮০ জন, বাগেরহাটের ১৯ জন, সাতক্ষীরার একজন, যশোরের চার জন, নড়াইলের দুই জন, গোপালগঞ্জের দুই জন, ঝিনাইদহের দুই জন ও পিরোজপুরের দুই জন আছেন।