সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩.১০ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা
21 June 2021, 07:17 AM
UPDATED 21 June 2021, 13:20 PM

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ১০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫০ শতাংশ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একইসময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

এদিকে, লকডাউনের ১৭ তম দিনে এসে আগের চেয়ে ঢিলেঢালাভাবে চলছে সাতক্ষীরা শহরের লকডাউন। শহরের অনেক স্থানের ব্যারিকেড তুলে ফেলা হয়েছে। কিছু কিছু দোকান খোলা রয়েছে। চলছে মাইক্রোবাস, প্রাইভেটকারসহ নানান যানবাহন।

সাতক্ষীরা সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা যায়, করোনা শুরু থেকে এ পর্যন্ত ১১ হাজার ৬৩৬ জনের নমুনা সংগ্রহ করে দুই হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ।

রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। শনাক্তের হার ৪৩ দশমিক ১০ ভাগ। পরিসংখ্যান অনুযায়ী আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৫০ বেডের এ হাসপাতালে বর্তমানে ২০ জন করোনা রোগীসহ উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২৯ জন। এরমধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫৩ জন।