করোনায় মারা গেলেন পুলিশ কনস্টেবল মশিউর

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
21 June 2021, 08:06 AM
UPDATED 21 June 2021, 14:09 PM

ঝিনাইদহে করোনায় পুলিশ কনস্টেবল মশিউর রহমান (৪৫) মারা গেছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় গত ১২ জুন ছুটি নিয়ে তিনি বাড়িতে যান। এরপর ১৮ জুন করোনার উপসর্গ দেখা দেয় মশিউরের। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। আজ ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৪ জন মারা গেছেন এবং নতুন করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার চারশ ৯১ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৩, শৈলকুপায় ১৯, হরিণাকুণ্ডুতে ৭, কালীগঞ্জে ১৬ কোটচাঁদপুরে ১ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ। ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৮৭৬ জন।