মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী আটক

By স্টার অনলাইন ডেস্ক
21 June 2021, 09:11 AM
UPDATED 21 June 2021, 15:13 PM

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আজ সোমবার ভোরে ডেঙ্গকিলে অভিযানের সময় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, আটক বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ার, আট জন মায়ানমারের, চারজন ভিয়েতনামের এবং দু’জন ভারতের।

সংস্থাটি জানিয়েছে, আটকদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। যাদের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে।

দেশটির অভিবাসন মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ জানিয়েছেন, তার বিভাগ তথ্য পেয়েছিল এবং সেই তথ্য থেকে ধারণা করা হচ্ছিল যে- ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় কিছু ব্যক্তি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছে। ফলে, ওই এলাকায় অভিযান চালিয়ে দেখেছে তারা নির্ধারিত এসওপি মেনে চলেনি।

‘আমি অভিযান দলের সঙ্গে থেকে দেখেছি- তাদের বসতি এত ঘন, নোংরা ছিল যে সেখানে উপযুক্ত ড্রেনেজ সিস্টেমও ছিল না।’

তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘তারা স্বীকার করেছে- একটি ঘরে প্রায় চার থেকে সাত জনের একেকটি দল থাকত।’