৭ জেলায় ‘লকডাউন’ ২২-৩০ জুন

By স্টার অনলাইন রিপোর্ট
21 June 2021, 10:20 AM
UPDATED 21 June 2021, 16:35 PM

দেশের সাত জেলায় আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো— নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ও রাজবাড়ী।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকাডউন চলবে। লকডাউন চলাকালে জেলাগুলোতে পণ্যবাহী ছাড়া অন্য কোনো ধরনের যান প্রবেশ বা বের হতে পারবে না।