হাটহাজারীতে হেফাজত নেতা নাছির গ্রেপ্তার

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
21 June 2021, 13:59 PM
UPDATED 21 June 2021, 20:01 PM

চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব নাছির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হাটহাজারী এলাকা থেকে নাছির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে কর্মসূচিতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন তিনি। হাটহাজারী থানায় দায়ের করা কমপক্ষে ছয়টি মামলার আসামি নাছির।

ডিএসবি আবদুল্লাহ আল মাসুম জানান, নাছির উদ্দিন মুনিরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভের সময় সংঘর্ষে তিন মাদ্রাসা শিক্ষার্থীসহ চার জন নিহত হন।

এ ঘটনায় হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীসহ শতাধিক হেফাজত কর্মী ও বিএনপি নেতা-কর্মীদের আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় প্রায় ছয় হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।