শ্রীমঙ্গলে বাঁশঝাড় ও কচুক্ষেত থেকে মানুষের খণ্ডিত হাত, পা উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার
21 June 2021, 15:18 PM
UPDATED 21 June 2021, 21:23 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি গ্রামের দুই বাঁশঝাড় থেকে মানুষের বিচ্ছিন্ন দুটি হাত উদ্ধার করেছে পুলিশ। একই গ্রামের আরেকটি কচুক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে একটি পায়ের খণ্ডিতাংশ।

পুলিশের ধারণা, উদ্ধার করা হাত ও পায়ের খণ্ডিতাংশ কোনো এক নারীর।

শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ওই গ্রামের নাম দক্ষিণ পাশাউন। পুলিশ বলছে, প্রথমে গ্রামের একটি কচুক্ষেত থেকে একটি পায়ের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে আধা কিলোমিটার দূরে দূর্গেশ দত্ত ও গৌড় দত্ত নামের দুই ব্যক্তির মালিকানাধীন বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে দুটি বিচ্ছিন্ন হাত খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা এখন দেহের অংশটি খুঁজছি।’

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করছে বলেও জানান তিনি।