নোয়াখালীতে অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী
21 June 2021, 15:45 PM
UPDATED 21 June 2021, 21:47 PM

নোয়াখালীর চাটখিলে দেশে তৈরি একটি পাইপগানসহ হত্যা ও মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফজলুর রহমান মধু (৩৬) উপেজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে নোয়াখলা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মধু এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে চারটি হত্যা ও চারটি মাদকসহ মোট ১২টি মামলা আছে। আত্মগোপনে থেকে  তিনি অনেক দিন ধরে সন্ত্রসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মধুর বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।