ঢাকার সঙ্গে সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

By স্টার অনলাইন রিপোর্ট
21 June 2021, 16:12 PM
UPDATED 21 June 2021, 22:29 PM

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার আশপাশের সাতটি জেলায় চলাচলে বিধিনিষেধ আরোপ করায় সড়ক পথে রাজধানীর সঙ্গে সারাদেশের দূরপাল্লার যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুসারে ঢাকার আশপাশের সাতটি জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে এই জেলাগুলোর ওপর দিয়ে যাত্রীবাহী কোনো গাড়ি চলাচল করতে পারবে না।

তাহলে কি ঢাকা থেকে সব ধরনের দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সেটিই বোঝা যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা থেকে কোনো দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়বে না। কারণ যাত্রাপথে লকডাউনের সাত জেলার কোনো একটি পড়বেই। তবে চট্টগ্রাম বা অন্যান্য জেলাগুলো থেকে লকডাউন নেই এমন জেলাগুলোর মধ্যে বাস চলাচল করবে।

সাত জেলায় আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো— নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ও রাজবাড়ী।

আরও পড়ুন:

নৌপথে যেসব রুটে যাত্রী চলাচল বন্ধ থাকবে