ঝিনাইদহে এক সপ্তাহের লকডাউন, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৭.৬১ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
22 June 2021, 05:49 AM
UPDATED 22 June 2021, 11:50 AM

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন তিন হাজার চারশ ২১ জন।

এছাড়াও ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও একজন। এ নিয়ে এ জেলায় মোট মারা গেলেন ৭১ জন।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩, শৈলকূপায় ১, হরিণাকুণ্ডুতে ৭, কালীগঞ্জে ৯ ও মহেশপুর উপজেলায় ১০ জন আছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৮৮ জন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাতে জেলা প্রশাসক মো. মজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।