রামেক করোনা ইউনিটে আজও ১৩ মৃত্যু, ১২ জনই রাজশাহীর

By নিজস্ব সংবাদদাতা, রাজশাহী
22 June 2021, 05:58 AM
UPDATED 22 June 2021, 12:00 PM

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। তাদের মধ্যে ১২ জনই রাজশাহীর ও একজন নাটোরের। ১৩ জনের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ও আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৩ জনের মধ্যে ১০ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে নয় জনের বয়স ষাটোর্ধ্ব। গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন। তাদের মধ্যে ৩৭ জনই রাজশাহীর। এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন, নাটোরের সাত জন, নওগাঁর পাঁচ জন, কুষ্টিয়ার একজন ও একজন অন্য জেলার। বর্তমানে করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ৩৯৩ জন।

রামেক হাসপাতালের ল্যাবে আরটি-পিসিআর পদ্ধতিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ১০২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৯৭টি নমুনা পরীক্ষা করে ৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭৭টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

রামেক ও রামেক হাসপাতাল মিলে রাজশাহীর মোট ৩৮৫টি নমুনা পরীক্ষা করে ১২৯ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীর শনাক্ত হার ৩৩ দশমিক ৫১ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জের ২৯ দশমিক ৮৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ।