দাউদকান্দিতে আটকে দেওয়া হচ্ছে ঢাকামুখী পরিবহন, মহাসড়কে দীর্ঘ যানজট

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
22 June 2021, 07:34 AM
UPDATED 22 June 2021, 13:40 PM

দেশের সাত জেলায় লকডাউন আরোপের কারণে আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুতে ঢাকামুখী পরিবহন আটকে দেওয়া হচ্ছে।

ঢাকামুখী গণপরিবহন আটকে দেওয়ার কারণে দাউদকান্দি টোল প্লাজা থেকে ৭-৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে, এই পথ পাড়ি দিতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা।

বাসচালক ও যাত্রীরা বলছেন, যাত্রীবাহী এসব গণপরিবহন ঘুরিয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন শতশত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। এ যানজট স্থায়ী না হলেও গতি কম থাকায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের কয়েক ঘণ্টার পথ পার হতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ‘সকাল থেকে ঢাকামুখী যাওয়া গণপরিবহন ফিরিয়ে দেওয়াতে গাড়ি ধীর গতিতে চলছে। তাই মহাসড়কে  গাড়ির চাপ আছে। তবে, কোনো যানজট নেই সাময়িক থামলেও তা স্থায়ী হচ্ছে না।’

তিনি জানান, চট্টগ্রামমুখী সড়কে কোনো যানজট নেই। ঢাকাগামী সকল ছোট গাড়ি, কার বা মাইক্রোবাসের ঢাকা যাওয়ার কারণ যাচাই করা হচ্ছে।

ঢাকাগামী যাত্রী রুবেল মজুমদার জানান, ভোর  ৬টায় কুমিল্লা থেকে রওনা দিয়েছি। এখন বেলা সকাল ১১টা বাজে। এখনো দাউদকান্দি অতিক্রম করেত পারিনি। তিন ঘণ্টা রাস্তায় আটকা আছি।