বন্ধ ৫ ট্রেন, খুলনাগামী ট্রেন যাবে যশোর পর্যন্ত

By স্টার অনলাইন রিপোর্ট
22 June 2021, 11:20 AM
UPDATED 22 June 2021, 17:23 PM

ঢাকার আশপাশের সাতটি জেলায় চলাচলে বিধিনিষেধ শুরু হওয়ায় পাঁচটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এই পাঁচটি ট্রেন হলো—জয়দেবপুরগামী তুরাগ এক্সপ্রেস, ঢাকা থেকে কালিয়াকৈর হাইটেক পার্কের মধ্যে চলাচলকারী কালিয়াকৈর এক্সপ্রেস, গোপালগঞ্জ ও রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রাজবাড়ী ও খুলনার মধ্যে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস এবং রাজবাড়ী ও ভাঙ্গার মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস।

আগামী ৩০ জুন পর্যন্ত এই ট্রেনগুলো বন্ধ থাকবে। জেলাগুলো থেকে চলাচলে বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরই ট্রেনগুলো চালু হবে।

আজ থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ও রাজবাড়ীতে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এর মধ্যে চারটি জেলার সীমানা রয়েছে ঢাকার সঙ্গে।

এই সাত জেলার মধ্যে গাজীপুরে সব ট্রেনের বিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে আজ থেকে খুলনা ‘লকডাউন’ হওয়ায় খুলনাগামী সব ট্রেনের শেষ গন্তব্য হবে যশোর।