চুয়াডাঙ্গায় একদিনে শনাক্তের হার শতভাগ

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
24 June 2021, 04:31 AM
UPDATED 24 June 2021, 13:58 PM

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতভাগ। একই সময়ে জেলায় করোনায় মারা গেছেন আরও দু’জন।

আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

কুষ্টিয়া আরটি-পিসিআর ল্যাব ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাত জন এবং জীবননগর উপজেলার ১৪ জন। মারা যাওয়া দু’জনের মধ্যে একজন জীবননগর উপজেলার এবং অন্যজন দামুড়হুদার।

এর আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৬৯টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ৯২ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে জেলায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গায় এ পর্যন্ত দুই হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯১ জন।