ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫১ শতাংশ, মৃত্যু ৩

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
24 June 2021, 06:07 AM
UPDATED 24 June 2021, 12:13 PM

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ১৪৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫১ শতাংশ। একই সময়ে জেলায় করোনা আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৭৩ জনের মধ্যে আট জন ঝিনাইদহ সদরের, ৩০ জন শৈলকুপার, ১৬ জন কালীগঞ্জের, ১৬ জন মহেশপুরের ও তিন জন কোটচাঁদপুরের।

বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ৬৮ জন ভর্তি রয়েছেন বলেও জানান সিভিল সার্জন।