বেনাপোল বন্দরে নিষিদ্ধ ভায়াগ্রার চালান জব্দ

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
24 June 2021, 08:03 AM
UPDATED 24 June 2021, 14:05 PM

বেনাপোল বন্দরে নিষিদ্ধঘোষিত ওষুধ ভায়াগ্রার ২৬ কেজি ওজনের একটি চালান জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বন্দরের ৪২ নম্বর শেড থেকে চালানটি জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বন্দরের উপ-পরিচালক আ. জলিল বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা ডেইলি স্টারকে বলেন, ‘গত ৩১ মে যশোরের মামনি এন্টারপ্রাইজ ‘মোটর পার্টস ও অন্যান্য’ পণ্য হিসেবে ঘোষণা দিয়ে ভারত থেকে ৩০১ প্যাকেজ পণ্য আমদানি করে। চালানটি বেনাপোল বন্দরের ৪২ নম্বর শেডে রাখা হয়। পণ্যের এই চালানটি বন্দর থেকে ছাড় করানোর চেষ্টা করছিল বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আমিন ইমপোর্টস অ্যান্ড এক্সপোর্টস। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, ৩০১ প্যাকেজের মধ্যে ১১৪ নম্বর প্যাকেজে পাউডার জাতীয় পণ্য রয়েছে। যার ওজন ২৬ কেজি। পরে সেখান থেকে নমুনা নিয়ে বন্দরের রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা করলে তা নিষিদ্ধঘোষিত ভায়াগ্রা ওষুধ হিসেবে শনাক্ত হয়।’

‘এরপর আমরা চালানটি জব্দ করি। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’, বলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ জুলাই এই নিষিদ্ধ ওষুধের ২০০ কেজি ওজনের একটি চালান ও একই সালের ৭ আগস্ট আড়াই হাজার কেজি ওজনের আরও একটি চালান জব্দ করেছিল বেনাপোল বন্দরের শুল্ক কর্মকর্তারা।