যশোরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭.২৫ শতাংশ, মৃত্যু ১০

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
24 June 2021, 09:44 AM
UPDATED 24 June 2021, 15:45 PM

যশোরে গত ২৪ ঘণ্টায় ৫০২টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ও পাঁচ উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে পরীক্ষা করা ৫০২টি নমুনার মধ্যে পিসিআর ল্যাবে ২৭৭টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২২৫টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোরে টানা তৃতীয় সপ্তাহের মতো লকডাউন চলছে।