ফরিদপুরে আরও ১২২ জনের করোনা শনাক্ত, শনাক্তের হার ৪৮.২২

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
24 June 2021, 10:34 AM
UPDATED 24 June 2021, 16:41 PM

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৫৩টি নমুনা পরীক্ষা করে আরও ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ২২। এই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৭৬। সোমবার ছিল ৪৬ দশমিক ৩৪। রোববার ছিল ৪৯ দশমিক ৫৭। আর শনিবার ছিল ৩১ দশমিক ৭৪ শতাংশ। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়। গতকাল থেকে এখানে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। ৩৭ জনের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের।

ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানার, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২০৬ জন। এদের মধ্যে ফরিদপুরের ৮২ জন। বাদ বাকিরা আশপাশের অন্যান্য জেলার। ফরিদপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৯৪ জনের।

অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন মারা গেছে আইসিইউতে। তিন জনের মধ্যে দুইজন রাজবাড়ীর এবং একজন ফরিদপুরের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার করোনা শনাক্ত হওয়া ১২৩ জন রোগী ভর্তি ছিলেন। এদের ১৫ জন আইসিইউতে এবং ১০৮ জন ছিলেন করোনা ওয়ার্ডে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৬ জন।