বাংলাদেশে ফেনসিডিল পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ

By স্টার অনলাইন রিপোর্ট
24 June 2021, 14:26 PM
UPDATED 24 June 2021, 20:29 PM

পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেনসিডিল পাচারের সময় এক মাদক পাচারকারী দলের সঙ্গে বিএসএফের সংঘর্ষ হয়েছে। এতে বিএসএফের এক সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিএসএফের একটি টহল দল মালদার শোভাপুর ফাঁড়ির কাছে মাদক পাচারকারী দলটিকে আটকায়। তারা মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। বাধা দিলে কমপক্ষে ২০ জনের ওই দলটি বিএসএফ জওয়ানদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আক্রমণ করে।

বিএসএফ জানায়, এই সংঘর্ষে দুই চোরাকারবারি ও বিএসএফের এক সদস্য আহত হয়। চোরাকারবারিরা ১৪৫ বোতল ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়।