রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

By নিজস্ব সংবাদদাতা, রাজশাহী
25 June 2021, 05:07 AM
UPDATED 25 June 2021, 11:10 AM

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে গোদাগাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শামীম এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

তিনি জানান, গতকাল দিনগত রাতে পুলিশ ললিতনগর এলাকায় টহলে ছিল। সেসময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুর্বৃত্তদের একজনের বুকে ও পিঠে গুলি লাগলে তিনি নিহত হন। পরে পুলিশ গত রোববারে স্থানীয় এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে নিহতকে প্রাথমিকভাবে শনাক্ত করে।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান ডেইলি স্টারকে বলেন, ‘ওই শিশুর বাড়ির একটি মুঠোফোন আমরা “বন্দুকযুদ্ধে” নিহতের কাছ থেকে উদ্ধার করেছি। এরপর আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে তিনিই ওই শিশুকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন।’