ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬১.০৯ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
25 June 2021, 05:51 AM
UPDATED 25 June 2021, 11:53 AM

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২৯৩টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ১৭৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬১ দশমিক শূন্য নয় শতাংশ। এটিই এখন পর্যন্ত জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময় করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে কুষ্টিয়া ও যশোর ল্যাব থেকে আসা ফলাফল অনুযায়ী জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮২ জন সদরের, ৩১ জন কালীগঞ্জের, ২৮ জন হরিণাকুণ্ডুর, ২১ জন শৈলকুপার, নয় জন মহেশপুরের ও আট জন কোটচাঁদপুরের। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৮৯০ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছেন ৮০ জন।