বগুড়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে ৪১.৭৫ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, বগুড়া
25 June 2021, 06:22 AM
UPDATED 25 June 2021, 12:23 PM

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৯৭টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ১২৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭৫ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ২৭ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত তিন জন মারা গেছেন।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাজ্জাদ-উল-হক এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি জানান, ১২৪ জনের মধ্যে ৯৮ জনই বগুড়া সদরের। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এই সময়ে মারা যাওয়া তিন জনের মধ্যে দুই জন বগুড়ার একজন জয়পুরহাটের।