কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৪২.০৫ শতাংশ, মৃত্যু ৭

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
25 June 2021, 09:12 AM
UPDATED 25 June 2021, 15:14 PM

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬৪টি নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক শূন্য পাঁচ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৫ শতাংশ।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৫৪ জন। আগের দিন ভর্তি ছিলেন ১৪৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৩৮৬ জন। আগের দিন ছিলেন এক হাজার ৩৩০ জন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮১১৩ জন এবং মারা গেছেন ১৭৩ জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত সোমবার থেকে পুরো জেলায় লকডাউন চলছে। কুষ্টিয়া শহর থেকে সব উপজেলা ও আশেপাশের জেলাগুলোতে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।