ফরিদপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪.৩৪ শতাংশ, মৃত্যু ২

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
26 June 2021, 06:37 AM
UPDATED 26 June 2021, 13:31 PM

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩৪৫টি নমুনা পরীক্ষায় আরও ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হার ৪৪ দশমিক ৩৪ শতাংশ।

আজ শনিবার ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৪৫টি  নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৫৩ জনের। শনাক্তের হার ৪৪ দশমিক ৩৪ শতাংশ। এর আগে, বৃহস্পতিবার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৩১ জনের এবং শনাক্তের হার ছিল ৫৬ দশমিক ৯৫।

২৪ ঘণ্টার ব্যবধানে ফরিদপুরে শনাক্তের হার ১২ দশমিক ৬২ ভাগ কমেছে। গত বুধবার শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ২২ শতাংশ, মঙ্গলবার ছিল ৪৯ দশমিক ৭৬ শতাংশ, সোমবার ছিল ৪৬ দশমিক ৩৪ শতাংশ এবং রবিবার ছিল ৪৯ দশমিক ৫৭ ভাগ।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আরও দু’জনের  মৃত্যু হয়েছে। জেলায় পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৫ জন।

ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, নতুন করে ১৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় ফরিদপুরে মোট ১২ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হলো।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার পর্যন্ত ১২০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ১০৫ জন করোনা ওয়ার্ডে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন।