নতুন গান নিয়ে সাবিনা ইয়াসমীন

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
26 June 2021, 06:54 AM
UPDATED 26 June 2021, 14:08 PM

দেশের খ্যাতিমান সংগীত শিল্পী সাবিনা ইয়াসমীন নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গত ২৪ জুন মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

গানটি সুর করেছেন ক্লোজআপখ্যাত গায়ক পুলক অধিকারী। এতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে পুলকও কণ্ঠ দিয়েছেন।

জনতার পুলিশ শিরোনামের এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ।

নতুন গান নিয়ে সাবিনা ইয়াসমীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলক তো এমনিতেও বেশ ভালো গান করে। ওর সুরে প্রথমবার গান করলাম। দারুণ সুর করেছে। এছাড়া কবির বকুল সুন্দর লিখেছেন। সব মিলিয়ে ভালো একটি গান হয়েছে।’

গীতিকার কবির বকুল বলেন, ‘আমার বিশ্বাস একটি ভালো গান হবে। পুলক ভালো চেষ্টা করেছে। সাবিনা আপার তুলনা তো তিনি নিজেই।’

সাবিনা ইয়াসমীনের মতো দেশ বরেণ্য শিল্পীর সঙ্গে গান করতে পেরে পুলক অধিকারী বলেন, ‘সাবিনা ইয়াসমীন দেশের অনেক বড় শিল্পী। তার সঙ্গে গান করতে পেরে আমি অনেক খুশি। আমার জীবনে এটা বড় একটি ঘটনা হয়ে থাকবে। আমার সুরে এত বড় একজন শিল্পী গান করেছেন তা  আমার সংগীত ক্যারিয়ারকে উজ্জল করবে।’