নতুন পরিচয়ে আঁখি আলমগীর

জাহিদ আকবর
জাহিদ আকবর
26 June 2021, 07:46 AM
UPDATED 26 June 2021, 13:48 PM

কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের নামের সঙ্গে আরেকটি নতুন পরিচয় যুক্ত হলো। সেটি হলো ফ্যাশন ডিজাইনার। ‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সেই খবর সবাইকে জানিয়েছেন। তবে, খবরটি সবার কাছে নতুন হলেও ফ্যাশনের সঙ্গে তার প্রেম অনেক পুরনো।

আজ শনিবার সকালে আঁখি আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি সবাই এখন জানছে। কিন্তু, পোশাক ডিজাইনের শখ, ইচ্ছা আমার ছোটবেলা থেকেই। নব্বয়ের দশকে আমার ডিজাইন করা কামিজ নিজেদের মধ্যে বিক্রি করেছি। আমি সবসময় নিজের ডিজাইন করা পোশাক পরেছি, অন্যরা সেটা খুব পছন্দ খুব করতো। ব্যস্ততার কারণে পোশাক নিয়ে নিয়মিত কাজ করা হতো না। কিন্তু, করোনা মহামারিতে গানের কাজ কমে আসায় সময় দিতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘প্রথম থেকে এমন একটা নাম খুঁজছিলাম, যেটা ক্যাচি হয়। ইংরেজি নাম পছন্দ ছিল না। তিন-চার দিন ভেবে ‘মখমল’ নামটা পছন্দ হয়েছে। আপাতত আমার এখানে শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন শাড়ি পাওয়া যাবে। পরে কামিজের দিকে যাব। আপাতত অনলাইন ভরসা। আগামীতে আউটলেট খোলার ইচ্ছা আছে। আমি ভালোবাসা থেকে এটা করছি। শুধু ব্যবসা করলে বিভিন্ন দেশ থেকে শাড়ি এনে বিক্রি করতে পারতাম। সেটা না করে সেখানে নিজেই ডিজাইন করছি। আমার পরিবারের মানুষসহ বাইরে থেকে ব্যাপক সাড়া ও উৎসাহ পাচ্ছি।’

‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ১৯৮৪ সালে আঁখি আলমগীর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৮ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।