শিমুলিয়া ঘাট, ঢাকা ছাড়ছে মানুষ

By নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ
26 June 2021, 09:24 AM
UPDATED 26 June 2021, 15:34 PM

সোমবার থেকে দেশব্যাপী লকডাউনের ঘোষণার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। শনিবার সকাল থেকে এই ঘাটের ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তারা স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৪টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে জরুরি পরিষেবার আওতাধীন গাড়ি পার করা হচ্ছে। শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় গাড়ি নেই। যেসব গাড়ি ঘাটে আসছে এসব সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ জোর করে ফেরিতে উঠে যাচ্ছে। তাদের আটকানো যাচ্ছে না।’

পথে আটকানো না হলে তাদের ঘাট এলাকায় আটকানো সম্ভব নয় বলে জানান বিআইডাব্লিউটিসি’র এই কর্মকর্তা।

shimulia2.jpg
লকডাউনের ঘোষণার পর আজ এই নৌপথে যাত্রীদের চাপ বেড়েছে। সকাল ১১টার দিকে শিমুলিয়া ঘাট এলাকা থেকে তোলা ছবি। ছবি: সাজ্জাদ হোসাইন/স্টার

তবে, লকডাউনে গণপরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

গাড়ি চালক মো. মিলন হোসেন জানান, ঢাকার গুলশান থেকে চারজন যাত্রী নিয়ে বরিশালের রাজারপুর যাচ্ছিলাম। সকাল ১০টায় রওনা দিয়ে দুপুর সাড়ে ১২টায় শিমুলিয়াঘাট এসেছি। পথে দুটি পুলিশ চেকপোস্ট পেয়েছি। বিদেশফেরত কোয়ারেন্টিন শেষ করা যাত্রীদের নিয়ে যাচ্ছি। এ কারণে পুলিশ বাধা দেয়নি।

মো. রিয়াজ নামের এক যাত্রী জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট পর্যন্ত আসতে তিন বার গাড়ি পরিবর্তন করতে হয়েছে। অটোরিকশা ও সিএনজি পুলিশ আটকে দিয়েছে। তাই ভেঙে ভেঙে আসতে হয়েছে। অনেক পথ ঘুরে গ্রামের রাস্তা দিয়ে আসতে হচ্ছে। দু’সপ্তাহ আগে বেড়াতে গিয়েছিলাম বোনের বাড়িতে। এখন কঠোর লকডাউন শুরুর আগেই বাড়িতে চলে যাচ্ছি।

shimulia3.jpg
সকাল ১১টার দিকে শিমুলিয়া ঘাট এলাকা থেকে তোলা ছবি। ছবি: সাজ্জাদ হোসাইন/স্টার

বেসরকারি চাকরিজীবী আওলাদ হোসেন দ্য ডেইল স্টারকে বলেন, ‘সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। এজন্য ঢাকার থেকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। সকাল ৯টায় মোহাম্মদপুর থেকে রওনা দিয়ে শিমুলিয়াঘাট এসেছি দুপুর ১২টায়।’