আইসিটির জ্যেষ্ঠ প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2021, 03:27 AM
UPDATED 27 June 2021, 09:47 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জ্যেষ্ঠ প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আইসিটির জ্যেষ্ঠ কনসালটেন্ট মেহদি মাসউদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি (মালুম) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

এর আগে, গত ২৫ মে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: