যশোরে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ৪ গরু ব্যবসায়ী নিহত

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
27 June 2021, 09:38 AM
UPDATED 27 June 2021, 15:41 PM

যশোরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে বেনাপোল-যশোর সড়কের ধোপাখোলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নয়ন আলী (৪০) জনি মিয়া (৩৭), নাঈম হোসেন (৫০)  ও সাদমান (৪৭)।

তারা চট্টগ্রামের মুরাদনগর এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে তারা প্রাইভেটকার যোগে গরু কিনতে যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরু হাটে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি ধোপাখোলা মালঞ্চি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চার আরোহী।

এ ঘটনায় অপর গরু ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।