তেজগাঁও থেকে এলএসডি-ডিএমটিসহ গ্রেপ্তার ৪

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2021, 09:49 AM
UPDATED 27 June 2021, 15:50 PM

রাজধানীর তেজগাঁও থেকে এলএসডি, ডিএমটি ও আমেরিকান ক্যানাবিজ মাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-২’র অধিনায়ক খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তার চার জন হলেন— সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব (২৯), মো. আব্রাহাম জোনায়েদ তাহের (২৫), স্বপ্নীল হোসেন (২২) ও সিমিয়ন খন্দকার (২৩)।

খন্দকার সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে এই চার জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪০ ব্লট এলএসডি, ৬০০ মিলিগ্রাম ডিএমটি ও ৬২ গ্রাম আমেরিকান ক্যানাবিজসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই চার জন নিজে সেবনসহ এসব মাদকদ্রব্য বিক্রিও করতেন।