এইচএসসির ফরম পূরণ স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2021, 10:49 AM
UPDATED 27 June 2021, 16:52 PM

কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, পরবর্তীতে ফরম পূরণের তারিখ ঘোষণা করা হবে।

এতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ফরম পূরণের তারিখ ঘোষণা করা হবে।’

এর আগে গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হবে জানানো হয়েছিল।