আগামীকাল থেকে শুধু পণ্যবাহী যান ও রিকশা চলবে, বন্ধ থাকবে মার্কেট

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2021, 11:39 AM
UPDATED 27 June 2021, 18:09 PM

কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ সময়ের মধ্যে সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকার কথা উল্লেখ করে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

এই বিধিনিষেধের মধ্যে খাবারের দোকান, হোটেল-রেস্তোরা সকাল ৮ট থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। তবে এসময় হোটেলে বসে খাওয়া যাবে না।

আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় এসব কথা জানানো হয়েছে। এই বিধিনিষেধ শেষে ১ জুলাই থেকে লকডাউনের ঘোষণা রয়েছে।

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে গত শুক্রবার সরকার তথ্য বিবরণী দিয়ে বলেছিল সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ হবে। পরে শনিবার জানানো হয়, সেই লকডাউন ১ জুলাই থেকে শুরু হবে। এর মধ্যে তিন দিনের জন্য আজ বিধিনিষেধ জারি করল সরকার।

আরও পড়ুন: 

আজ সর্বোচ্চ মৃত্যু ১১৯

সোমবার নয়, বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

১৪ দিন পূর্ণ শাটডাউনের সুপারিশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির