মাদারীপুরে সংক্রমণ বেড়েছে, শনাক্তের হার ২৬.৬১ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর
27 June 2021, 15:36 PM
UPDATED 27 June 2021, 21:39 PM

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৩টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৬১ শতাংশ। একই সময়ে জেলায় করোনা আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ রোববার বিকালে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের ৪২ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার প্রস্তুত আছে। কোভিড-১৯ চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীও আছে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘জনগণের অসচেতনতা ও সরকারের বিধিনিষেধ না মানার কারণে সারাদেশের মতো মাদারীপুরেও গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে।’

মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মাদারীপুরে নতুন শনাক্ত ৭০ জনের মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ২২ জন, কালকিনি উপজেলায় ১৭ জন, রাজৈর উপজেলায় ২৫ জন এবং ছয় জন শিবচর উপজেলার বাসিন্দা।

মাদারীপুরে এ পর্যন্ত দুই হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৩১ জন। বর্তমানে ৩৯২ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এদের মধ্যে ১২ জন হাসপাতাল আইসোলেশনে ও ৩৮০ জন হোম আইসোলেশনে আছেন।