মগবাজারের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে: ফায়ার সার্ভিস

By স্টার অনলাইন রিপোর্ট
28 June 2021, 08:46 AM
UPDATED 28 June 2021, 14:54 PM

রাজধানীর মগবাজারে গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনটি যেকোনো সময় ধসে যেতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।

আজ সোমবার দুপুরে তারা এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেছেন, ‘ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের মালিককে সিদ্ধান্ত নিতে হবে তিনি তা পুরোপুরি ধ্বংস করে দেবেন কিনা। কেননা, এটি সংস্কার করে কোনোভাবে ব্যবহার করা সম্ভব না।

নিজের নিরাপত্তার কারো সেই ভবনে ঢোকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘আমাদের লোকজন ভবনের ধ্বংসাবশেষ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন। তারা প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকেও তথ্য নিচ্ছেন।’

তদন্ত চলাকালে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জের একটি মসজিদে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের সঙ্গে এর মিল থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন:

মগবাজারের ধ্বংসাবশেষে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছি: বিস্ফোরক পরিদর্শক

মগবাজার বিস্ফোরণ তদন্তে আরেকটি কমিটি করবে পুলিশ: আইজিপি

মগবাজারে বিস্ফোরণে ৭ জন নিহত