শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

By স্টার অনলাইন রিপোর্ট
28 June 2021, 09:32 AM
UPDATED 28 June 2021, 15:37 PM

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান গায়ক, গীতিকার, সুরকার কবীর সুমন।

আজ সোমবার ভোরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, কবীর সুমন এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তার কোভিড-১৯ পরীক্ষাও করা হয়েছে। এ ছাড়া, বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।