নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.২৯ শতাংশ, মৃত্যু ২

By নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী
28 June 2021, 10:04 AM
UPDATED 28 June 2021, 16:05 PM

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩৫০টি নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে মারা গেছেন দুই জন।

আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১০ হাজার ৯১৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৪০ জন ও সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬২ জন।