যশোরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৭ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
28 June 2021, 11:57 AM
UPDATED 28 June 2021, 17:59 PM

যশোরে গত ২৪ ঘণ্টায় আটশ জনের নমুনা পরীক্ষায় ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৭ শতাংশ। একই সমেয় এ জেলায় করোনায় মারা গেছেন একজন।

আজ সোমবার যশোর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির জিনোম সেন্টারে ৭১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৬ জন করোনা শনাক্ত হয়েছে। ৬২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৬২ জন, এবং জিন অ্যাক্সপার্ট ২১ জনের পরীক্ষায় ২১ করোনা শনাক্ত হয়। সবমিলে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে আটশ জনের। তাদের মধ্যে পজিটিভ ৪৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় যশোরে সদরে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ২৬৪ জনের। এছাড়া ঝিকরগাছায় ৩৮ জন, কেশবপুরে ১৯ জন, অভয়নগর ৫৭ জন, মনিরামপুরে ২২ জন, শার্শায় ৩৩ জন, চৌগাছায় ১৫ জন ও বাঘারপাড়ায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।