কিশোরীকে বিয়ে: বাউফলের সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

By স্টার অনলাইন রিপোর্ট
28 June 2021, 16:03 PM
UPDATED 28 June 2021, 22:06 PM

পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৫ জুন দুই কিশোর-কিশোরীকে নিয়ে ডাকা সালিসে কিশোরীকে (১৪) পছন্দ হওয়ায় নিজেই দ্বিতীয় বিয়ে করেন চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার (৬০)।

আজ সোমবার ক্ষমতার অপব্যবহার করে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্তের কথা জানিয়ে কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৫ জুন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৪ বছরের ওই কিশোরীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বিয়ে করেন শাহীন হাওলাদার। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলে, ছেলের স্ত্রী ও এক মেয়ে আছে।

আরও পড়ুন:

সালিস বৈঠকে কিশোরীকে নিজেই বিয়ে করলেন বিবাহিত চেয়ারম্যান