জবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, জিডি

By স্টার অনলাইন রিপোর্ট
28 June 2021, 18:10 PM
UPDATED 29 June 2021, 00:12 AM

রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় বাসায় ফেরার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় পুরান ঢাকার সূত্রাপুর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ওই শিক্ষার্থী জানান, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় নিজ বাসায় যাওয়ার সময় তাকে যৌন হয়রানি করা হয়।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সেই রাস্তায় কোনো লাইট ছিল না। তাই আমি লোকটির মুখ পরিষ্কারভাবে দেখতে পাইনি।’

এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি জিডি করেছেন বলেও জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমরা বিষয়টি জানার পরপরই পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই শিক্ষার্থী একটি জিডি করেছেন। পুলিশ অপরাধীকে গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’