বিসিএস শিক্ষা ক্যাডারে ১০৮৪ জনের পদোন্নতি

By স্টার অনলাইন রিপোর্ট
29 June 2021, 16:01 PM
UPDATED 29 June 2021, 22:07 PM

বড় ধরনের পদোন্নতি হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারে। একযোগে এক হাজার ৮৪ জনকে দেওয়া হয়েছে পদোন্নতি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় এক হাজার ৮৪ জন সহকারী কলেজ শিক্ষককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করে যাবেন। অনলাইনের মাধ্যমে তাদের ছাড়পত্র ও যোগদান প্রক্রিয়া চলবে।

বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদ রয়েছে ১৫ হাজার। তাদের অধিকাংশই সরকারি কলেজে শিক্ষকতা করেন। এ ছাড়া, কিছু সংখ্যক কর্মকর্তা মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত আছেন।