দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন

By স্টার অনলাইন রিপোর্ট
29 June 2021, 16:42 PM
UPDATED 29 June 2021, 22:45 PM

দেশে অষ্টম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে জরুরি ব্যবহারের জন্য অষ্টম টিকা হিসেবে গত ২৭ জুন মডার্নার টিকার অনুমোদন দেওয়া হয়।

বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ আগামী কয়েকদিনের মধ্যে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাবে।

এর আগে, ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়া উৎপাদিত স্পুতনিক, চীনের সিনোফার্ম, বেলজিয়ামের ফাইজার, চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের জনসন ও সুইডেনের অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ অনুমোদনের আবেদনের পর ওষুধ প্রশাসন অধিদপ্তর মডার্নার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র ও রেগুলেটরি স্ট্যাটাস মূল্যায়ন করে জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়নের জন্য গঠিত কমিটির কাছে পাঠায়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে এর অনুমোদন দেওয়া হয়।

মডার্নার টিকা চলতি বছরের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত হয়।

দুই ডোজ মডার্নার টিকার প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে অধিদপ্তর। এ টিকা মাইনাস ১৫ ডিগ্রি থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।