শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে: শিক্ষা উপদেষ্টা

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 
29 November 2025, 11:44 AM
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ঢোকানো দেশের জন্য ক্ষতিকর এবং এগুলোকে রাজনীতিমুক্ত রাখা জরুরি। তার মতে, এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ঢোকানো দেশের জন্য ক্ষতিকর এবং এগুলোকে রাজনীতিমুক্ত রাখা জরুরি। তার মতে, এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে 'শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ।

আবরার বলেন, 'শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে যে পরিমাণ বিনিয়োগ দরকার, তা আমরা দিতে পারিনি। বর্তমান সরকার "নুন আনতে পান্তা ফুরায়" অবস্থায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তারপরও আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি।'

তিনি দাবি করেন, অতীতে অব্যবস্থাপনার কারণে শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসরভাতার টাকা সময়মতো বিতরণ করা সম্ভব হয়নি। 
'যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল, সেখানে এখন টাকা নেই। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হচ্ছে', বলেন তিনি।

শিক্ষাকে নৈতিক মূল্যবোধগঠনের ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীকে শুধু অক্ষরজ্ঞান নয়, সুনাগরিক হওয়ার শিক্ষা দিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব প্রসঙ্গে আবরার বলেন, 'শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ নষ্ট করেছে। রাজনীতি করতে চাইলে করবেন, কিন্তু শিক্ষা কেন্দ্রকে কলুষিত করার কোনো মানে নেই।'

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, রাজনৈতিক ছাত্রনেতারা যে ভাষায় কথা বলেন, তার অনেকটাই শিক্ষকদের কাছ থেকেই শেখা।

মোমেন শিক্ষকদের উদ্দেশে বলেন,'রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করলে লাভ থাকতে পারে, কিন্তু তাতে সত্যিকারের শিক্ষক হওয়া যায় না।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। বক্তব্য দেন মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম সাত্তার, অধ্যাপক রিজভী জামান ও অধ্যাপক কাকলি মুখোপাধ্যায়।