বিয়ে করেছেন সামান্থা
দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে ডিসেম্বরের ১ তারিখ সকালে কয়মবত্তুরের ইশা যোগা সেন্টারের ভেতরে তাদের বিয়ের খবর শোনা যাচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনো রাজকীয় জাঁকজমক ছাড়াই ঘনিষ্ঠজনদের নিয়ে খুব ব্যক্তিগত পরিবেশেই অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। জানা গেছে, সামান্থা ঐতিহ্যবাহী লাল শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন।
রোববার রাত থেকেই তাদের বিয়ের গুঞ্জন ছড়ায়। কারণ রাজ নিদিমরুর প্রাক্তন স্ত্রী শ্যামালি দে ইনস্টাগ্রামে লেখেন, 'হতাশ মানুষগুলো খুব মরিয়া হয়।'
ওই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ঘুরতে থাকে। রাজ ও শ্যামালির বিচ্ছেদ হয় ২০২২ সালে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে প্রথম সামান্থা ও রাজের সম্পর্কের খবর মিডিয়ায় উঠে আসে। তারা তখন অ্যাকশন-স্পাই সিরিজ হানি-বানিতে কাজ করছিলেন। সেই কাজের সময়েই নাকি তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি সূত্রের।
এর আগে ২০১৭ সালে সামান্থা বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে।এ চার বছর পর, ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে চৈতন্য ২০২৪ সালে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন।
'দ্য ফ্যামিলি ম্যান'–এর সহ-নির্মাতা হিসেবে পরিচিত রাজ আগে একজন টেক প্রফেশনাল ছিলেন। পরবর্তীতে বিনোদন জগতে আসেন এবং দীর্ঘদিন ধরে ডিকের সঙ্গে যৌথভাবে কাজ করছেন।