চায়ের কাপে ঝড় তুলছে তারকাদের নতুন যে ‘লুক’
সিনেমা কিংবা বিজ্ঞাপনচিত্র, নতুন নতুন লুক দিয়ে দর্শকদের অবাক করাই যেন তারকাদের ধর্ম। সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশের শীর্ষ অভিনয় শিল্পীদের এমন নতুন লুক। সামাজিক যোগাযোগমাধ্যমে যেগুলোর পক্ষে-বিপক্ষে চর্চা চলছে বিস্তর।
তারকাদের এসব লুক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন তাদের ভক্তসহ অনেকেই, ঝড় তুলছেন চায়ের কাপে। নামকরা তারকাদের নতুন লুকগুলো নিয়ে এই আয়োজন।
শাকিব খানের লুক
ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত 'সোলজার' সিনেমার লুক তার ভক্তদের কাছে বৈচিত্র্যময় লেগেছে। সাকিব ফাহাদ নির্মিত সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টার।
তাতে দেখা গেছে, শাকিব খান আয়নার সামনে দাঁড়িয়ে আছেন— গম্ভীর চোখ, ভেজা মুখ, আর মুখে ঘন গোঁফ। যা ইঙ্গিত দিচ্ছে অনেক রহস্যের।
'সোলজার' সিনেমা ছাড়াও শাকিব খানকে দেখা গেছে দেড় মিনিটের একটি বিজ্ঞাপনচিত্রে। এখানে একসঙ্গে ছয়টি লুকে- অভিনেতা, বৈমানিক, তিরন্দাজ, বৃদ্ধ প্রফেসর, টক শো সঞ্চালক এবং বিয়ে পড়ানোর কাজী হিসেবে দেখা গেছে এ নায়ককে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব।
তানজিন তিশার 'সোলজার' লুক
'সোলজার' সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। তারও প্রথম লুক প্রকাশিত হয়েছে। সাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির পোস্টারে তিশাকে দেখা যায়, সাদা টপ ও ধূসর প্যান্টে, হাতে ক্যামেরা, মুখে অটল দৃঢ়তা।
তার চারপাশে ভেসে বেড়ানো চেসের পিসগুলো যেন ইঙ্গিত দেয়— এ সিনেমায় শুধু অ্যাকশন নয়, থাকবে বুদ্ধিমত্তা ও কৌশলী গল্প। সিনেমায় তাকে দেখা যাবে শক্তিশালী ও নির্ভীক এক চরিত্রে।
আরিফিন শুভ'র লুক
ঈদুল ফিতরের জন্য নির্মিত নতুন সিনেমা 'মালিক'— এ দেখা যাবে আরিফিন শুভকে। সিনেমার শুটিং সেট থেকে তার একটি লুক ফাঁস হয়েছে। ছবিতে তাকে লম্বা চুল, রক্তমাখা চেহারা এবং কুড়াল হাতে দেখা যায়।
সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। শুভর ফাঁস হয়ে যাওয়া লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা বেশ পছন্দ করেছে।