কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের ভাষানীপাড়া থেকে উদ্ধার করা হয় অজগরটিকে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাঠে কাজ করা কৃষকরা দুপুরের দিকে সাপটিকে প্রথম দেখতে পান। সাপটি গ্রামের কাছের একটি বড় গাছের ডালে প্রায় নিস্তব্ধ হয়ে ঝুলে ছিল। তা শুনে শত শত কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।
পরে পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের একটি যৌথ দল গিয়ে সাপটিকে উদ্ধার করে।
এএসপি মুন্তাসির মামুনের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সাপটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ও স্থানীয়ভাবে পরিচিত সাপুড়ে মোজাহার আলী উদ্ধারকাজে যোগ দেন।
উদ্ধারকারী দলটি সতর্কতার সাথে সাপটিকে গাছ থেকে নামিয়ে নিরাপদে বশে আনেন।
এএসপি মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েক দিন আগে ভারতের কালজানি নদী দিয়ে গাছের গুঁড়ি ও অন্যান্য বস্তু বাংলাদেশে ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সাপটি ওই ভাসমান গাছগুলোর একটির সঙ্গে এসে থাকতে পারে।'
উদ্ধারের পর অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্য সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সাপটি শারীরিকভাবে সুস্থ আছে এবং কোনো আঘাতের চিহ্ন নেই। পর্যবেক্ষণের পর এটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।