ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ আর নেই
ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ আর নেই। ৬২ বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাউন্টি দল হ্যাম্পশায়ার।
১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট ও ৭১টি ওয়ানডে খেলা স্মিথ অস্ট্রেলিয়ায় বসবাস করতেন। তার পরিবার জানিয়েছে, গতকাল সোমবার পার্থে অপ্রত্যাশিতভাবে তার মৃত্যু হয়।
হ্যাম্পশায়ারের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে স্মিথের পরিবার বলেছে, 'গভীরতম ও মর্মস্পর্শী দুঃখ ও ক্ষতির অনুভূতি নিয়ে আমরা ঘোষণা করছি যে, হ্যারিসন ও মার্গোর প্রিয় বাবা এবং ক্রিস্টোফারের স্নেহের ভাই রবিন আর্নল্ড স্মিথ আমাদের ছেড়ে চলে গেছেন।'
বিবৃতিতে যোগ করা হয়েছে, 'গতকাল সোমবার তার দক্ষিণ পার্থের অ্যাপার্টমেন্টে রবিন আকস্মিকভাবে মারা যান। বর্তমানে তার মৃত্যুর কারণ অজানা।'
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া স্মিথের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, 'একজন সাহসী ও আক্রমণাত্মক ব্যাটার হিসেবে তিনি হ্যাম্পশায়ার ও তার বেছে নেওয়া দেশ (ইংল্যান্ড)— উভয়ের হয়েই দুর্দান্ত পারফর্ম করার পথে অসংখ্য ভক্ত ও বন্ধু তৈরি করেছেন।'
তারা আরও বলেছে, '২০০৪ সালে অবসর নেওয়ার পর মদ্যপান ও মানসিক স্বাস্থ্য নিয়ে তার সংগ্রাম সবার জানা। তবে এগুলো যেন তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো জল্পনা-কল্পনার ভিত্তি তৈরি না করে। কারণ ময়নাতদন্তের মাধ্যমে তা নির্ধারিত হবে।'
টেস্টে ৪৩.৬৭ গড়ে ৪২৩৬ রান করেন ডানহাতি ব্যাটার স্মিথ। তিনি নয়টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি হাঁকান। ওয়ানডেতে চারটি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিসহ ৩৯.০১ গড়ে ২৪১৯ রান আসে তার ব্যাট থেকে।